প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৩, ১০:০৭
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে জিতলেই ব্রোঞ্জ জয় এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। চীনের ঝেইজ্যাং বিশ্ববিদ্যালয়ের মাঠে পাকিস্তানকে ৬৪ রানে থামিয়ে দিয়েছে মারুফা-রাবেয়ারা। মাত্র ৬৫ রান করলেই এশিয়ার অলিম্পিক থেকে ব্রোঞ্জ নিয়ে ফিরবে টাইগ্রেসরা।
পাকিস্তানের হয়ে আলিয়া রিয়াজ সর্বোচ্চ ১৭, নিদা দার ১৪, সাদাফ শামস ১৩ এবং নাতালিয়া পারভেজ ১১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত সফল স্বর্ণা আক্তার মাত্র ১৬ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। সানজিদাও বেশ কম স্ট্রাইকরেটে শিকার করেন ২টি উইকেট। বাকিদের মধ্যে মারুফা, নাহিদা ও রাবেয়া একটি করে উইকেট নেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে বাংলাদেশ। আর মাত্র ৩৫ রান দরকার ৮৪ বলে
মন্তব্য করুন: