thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

টাইগারদের আগুনের বোলিং এর কাছে, পরে যাচ্ছে আফগানিস্তানের একের পর এক উইকেট

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৫ জুন ২০২৩, ২০:৫৫

নিজস্ব

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাব দিতে নামা আফগানিস্তানকে চেপে ধরেছে টাইগার বোলাররা। ম্যাচের দ্বিতীয় দিনে শেষ খবর পর্যন্ত সংগ্রহ তাদের ৭ উইকেটে ১২৩ রান।


মিরপুরের সবুজ উইকেটে আফগানদের ইনিংস ওপেন করতে নামেন ইব্রাহিম জাদ্রান ও আবদুল মালিক। স্কোর ১৮ রানে পৌঁছার পর ইব্রাহিমকে আউট করে পেসার শরিফুল ইসলাম টাইগার শিবির উজ্জীবিত রাখেন। আরেক পেসার এবাদত হোসেন আঘাত হানেন দলীয় ২৪ রানে। ১৭ করে ফেরেন মালিক।

 

এবাদত লাঞ্চের ঠিক আগে রহাত শাহকে ৯ রানে আউট করে স্বাগতিক শিবির চাঙ্গা রাখেন। ৩৫ রানে তিন উইকেট হারানো আফগানদের লাঞ্চের পর আরও ব্যাকফুটে ঠেলে দেন শরিফুল, মিরাজ ও এবাদত। আফগান অধিনায়ক হাশমতুল্লাহ ৯ করে শরিফুলের দ্বিতীয় শিকার হওয়ার পর নাসির জামাল ও আফসার জাজাইয়ের ৬৫ রানের জুটি ভাঙ্গেন মিরাজ। ৩৫ করে ফেরেন নাসির। আফসারকে ৩৬ রানে ফেরত পাঠান এবাদত।

 

এর আগে সকালে বাংলাদেশ আগের দিনের পাঁচ উইকেটে করা ৩৬২ রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করে অলআউট হয়। মেহেদি হাসান মিরাজ ৪৮, মুশফিকুর রহিম ৪৭ রান করেন। আফগান অভিষিক্ত পেসার নিজাত মাসুদ ৭৯ রানে পাঁচ উইকেট নিয়ে ধ্বসটা নামান।

 

 

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর