প্রকাশিত:
১৬ জুন ২০২৩, ০১:০৭
ম্যাচ শুরু হতে না হতেই আনন্দে ভেসেছে আর্জেন্টাইন শিবির। ৮০ সেকেন্ডেই গোল করেছেন লিওনেল মেসি।
অস্ট্রেলিয়ার ডিফেন্ডারদের পেছনে ফেলে এনজো ফার্নান্দেজ ছুটে যাচ্ছিলেন বক্সের কাছাকাছি। ডানপাশে মেসিকে দেখে পাস দেন তিনি।
¡GOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOLAZO DE #ARGENTINA, LO HIZO LIONEL ANDRÉS MESSI CUCCITTINI!pic.twitter.com/l0MXgZgh2v
— Argentina Gol (@BocaJrsGolArg) June 15, 2023
মেসি বক্সের বেশ বাইরে থেকে দুইজনকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে করেন চোখ ধাঁধানো এক গোল। দ্বিতীয় মিনিটে মেসির ওই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কাস আকুনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।
মন্তব্য করুন: