প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৪, ১৫:৪৯
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে আবারও গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সৌদি প্রো লিগে পর্তুগিজ এই তারকার গোল সত্ত্বেও আল ইত্তিহাদের কাছে হেরেছে তার ক্লাব আল নাসর। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ইত্তিহাদের কাছে ১-২ গোলে হেরেছে নাসর।
এ হারে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে আল নাসর। অন্যদিকে, করিম বেনজেমার আল ইত্তিহাদ নেইমারের আল হিলালের থেকে এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে।
জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। এরপর ম্যাচের ৫৫তম মিনিটে ডেডলক ভাঙেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। তারই সাবেক রিয়াল সতীর্থ রোনালদো সেই গোল শোধ দেন দুই মিনিট না যেতেই।
তবে ইনজুরি সময়ে বাজিমাত করেন স্টিভ বারউইন। যোগ করা সময়ের প্রথম মিনিটে তার গোলেই ৩ পয়েন্ট নিশ্চিত করে আল ইত্তিহাদ।
মন্তব্য করুন: