প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৪, ১৭:৩১
আজ সোমবার (৩০ ডিসেম্বর) পর্দা ওঠেছে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে প্রথম জয় পেয়েছেন ফরচুন বরিশাল।
বিপিএল এর গত বারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চাই এইবারে কাপ তাদের লঞ্চে করে বরিশালে নিতে।
প্রথম অধ্যায়ের খেলা শেষে দুর্বার রাজশাহী ২০ ওভারে বিনিময়ে ১৯৭ রান করেছে।
দুর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় করেছেন ৬৩ রান, ইয়াসিন আলী রাব্বি করেছেন ৯৪ রান।
দ্বিতীয় অধ্যায়ের খেলায় ব্যাট করতে নেমে প্রথম ভালো করতে পারনি ফরচুন বরিশাল। তাসকিনের বুলেট এর গতি কাছে দাঁড়াতে পারছিলো না বরিশাল।
তবে মো: মাহমুদউল্লাহ ও ফাহিম আশরাফের দুর্দান্ত পার্টনারশিপে ঘুরে যায় ম্যাচের মোড়।
মো: মাহমুদউল্লাহ করেন ২৬ বলে ৫৬ রান ও ফাহিম আশরাফ ২১ বলে ৫৪ রান এতেই বিশাল জয় পায় ফরচুন বরিশাল।
মন্তব্য করুন: