thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২

মাশরাফিকে (বিসিবি) সভাপতি চাই বাংলা মানুষ। এমন দাবি উঠেছে ফেসবুকে

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১০ জুলাই ২০২৩, ১৯:৩২

ফাইল

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খান, অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর। হতাশ হয়ে পরেন হাজারো ক্রিকেট ভক্ত।


তবে এখন তিনি ওনার সিদ্ধান্ত চেঞ্জ করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বাসায় ডেকে ছিলেন, তামিম ইকবাল খান, মাশরাফি বিন মুর্তজা, এবং (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে। তার তামিম ইকবাল খান গন মাধ্যমেকে জানান নিতি বাংলাদেশের আবারও ক্রিকেট খেলবেন।


তার পর থেকেই ফেসবুকে মাশরাফি কি নিয়ে শুরু হয় পোস্ট। সকল ক্রিকেট ভক্ত চান মাশরাফিক ( বিসিবি) সভাপতি হিসেবে।

ক্রিকেট ভক্ত এবং ক্রিকেটার সাইফুল ইসলাম বলেন, আমাদের মতো ক্রিকেটার দের জন্য আমাদের উন্নয়নের জন্য মাশরাফিকে দরকার। শুধু সাধারণ মানুষ নয় আমরা ক্রিকেটার রাও চাও মাশরাফিকে (বিসিবি ) সভাপতি হিসেবে।


রফিকুল ইসলাম, নামের একজন ফেসবুক পোস্টে লিখেন, যদি চাও ক্রিকেটের উন্নয়ন তবে, পাপনকে বিদায় দাও (বিসিবি) বাঁচাও। ক্রিকেটের উন্নয়নের জন্য মাশরাফি (বিসিবি) বানাও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর